ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সাড়ে ৩শ’ বোতল রেকটিফাইড স্পিরিটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বরিশালে সাড়ে ৩শ’ বোতল রেকটিফাইড স্পিরিটসহ আটক ১

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ বোতল রেকটিফাইড স্পিরিটসহ শহিদুল ইসলাম খোকন (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।

শহিদুল ইসলাম খোকন বরিশাল নগরের কাউনিয়া থানাধীন নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা। পাশাপাশি নগরের স্বরোডস্থ বাকলার মেড় এলাকার ইয়াকুব ফার্মেসির সত্ত্বাধিকারী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির  মাধ্যমে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে স্বরোডস্থ বাকলার মেড় এলাকার ইয়াকুব ফার্মেসিতে অভিযান চালায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে ওই ফার্মেসিতে গোপনে রেকটিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল।  

এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।