বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ভাওয়াল মনোহরীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কেরানীগঞ্জ সার্কেল মো. কামরুল হাসান সোহেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সলেমান খন্দকার (৩৭), সুমন মিয়া (২৭), দীল মোহাম্মদ (৪৮), জয়নাল হাওলাদার (৫২), আব্দুল মান্নান মিয়া (৩৮), শাওন মিয়া (১৯), জসিম উদ্দিন (৩৬), মফিজুল ইসলাম (৩৮), রহিম মিয়া (৩৫), মো. আহাদ (৩৫), খোরশেদ আলম (২৬), মো. জুম্মন (৪৫), সুমন মিয়া (৩৫), মো. মানিক মিয়া (৩৫), মো. সাজ্জাদ হোসেন (১৮), মো. শুক্কুর আলী (৪৮), মো. রাজু (৩৬), মো. মুরাদ মল্লিক (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহেল বলেন, আটক ১৮ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএ