ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার নাগদাড় পাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে নাগদাড় পাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, রাতে নাগদাড় পাড় বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এসময় তৌহিদের বুকে ও পিঠে গুলি লাগে। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

তবে কী কারণে, কীভাবে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে, সে সম্পর্কে ডিবি পুলিশের কাছ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য মেলেনি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এডেএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।