ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জগামী ট্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
মোহনগঞ্জগামী ট্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় মোহনগঞ্জগামী লোকাল ট্রেনে অজ্ঞাতপরিচয় (৫০) এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ট্রেনটিতে তার মৃত্যু হলে নেত্রকোনা সাতপাই স্টেশনে মরদেহটি রাখা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে এসে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিলো এ ট্রেন।

এতে মারা যাওয়া ব্যক্তি যাত্রী ছিলেন। তবে তার কাছে এনআইডি বা কোনো মোবাইল ফোন না থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরে স্টেশনের যাত্রী ছাউনিতে মরদেহটি রাখা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ছবি দেখে পরিচিতদের মডেল থানায় যোগাযোগ করতে আহ্বান জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।