ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ৫ রাখাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ৫ রাখাল আটক

রাজশাহী: প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযােগে রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রাম থেকে পাঁচ রাখালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

পরে দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।  

গ্রেফতার রাখালরা হলেন- গরুর রাখাল আসাদুল ইসলাম (২৭), সাকিম (২৬), দুখু (৩৫), সজিব (২৪) এবং বাইরুল (৩৩)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এরা পবা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু আনা নেওয়ার কাজ করে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের খালাতো ভাই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আসাদুলকে প্রধান আসামি এবং অন্য চারজনকে তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বেড়পাড়া গ্রামের আবদুল বারী নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন এ পাঁচ রাখাল। পরে গভীর রাতে পাশের বাড়িতে গিয়ে আসাদুল ওই প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। রাত ৩টার দিকে প্রতিবন্ধী মেয়েটির খালাতো ভাই পাশের বাড়ি থেকে তার কান্নার শব্দ শুনতে পান। এর পরই তিনি ওই বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। ঘটনার পর ওই তরুণী প্রতিবেশী আবদুল বারীর বাড়িতে গিয়ে আসাদুলকে দেখিয়ে দেন।

এ সময় আসাদুল ও তার সহযোগীদের আটক রেখে থানায় খবর দেওয়া হয়। ভোরে দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে যান। পরে থানায় ধর্ষণ মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।