ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ কোটি টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
না’গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ কোটি টাকা জরিমানা  পরিবেশ অধিদপ্তরের লোগো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে তিন কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬১৬ টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে রূপসী ডাইং ও কারখানাকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৭০ লাক ৩৩ হাজার ৪৪০ টাকা, মেসার্স জি এম ডাইং স্কিন প্রিন্ট কারখানাকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং কারখানাকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা ও বোম্বে ডাইং অ্যান্ড ফেব্রিক্সকে ক্ষতিপূরণ হিসেবে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালক রুবিনা ফেরদৌসী ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ অন্য কর্মকর্তা, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।