ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বজ্রপাত প্রতিরোধে গাংনীতে ৩ হাজার তালের বীজ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বজ্রপাত প্রতিরোধে গাংনীতে ৩ হাজার তালের বীজ রোপণ

মেহেরপুর: ভূমিক্ষয় রোধ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলায় তিন হাজার তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া-ধানখোলা সড়কের দু’পাশে এ বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।

অনুষ্ঠানে উদয়ন বৃক্ষ রোপণ সমিতির সভাপতি ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাব উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।