বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া-ধানখোলা সড়কের দু’পাশে এ বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।
অনুষ্ঠানে উদয়ন বৃক্ষ রোপণ সমিতির সভাপতি ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাব উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসআরএস