ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সরকারি গুদামের ১৩৫৬ বস্তা চাল জব্দ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
রাজশাহীতে সরকারি গুদামের ১৩৫৬ বস্তা চাল জব্দ  অভিযানে সরকারি চাল জব্দ করছে দুদক

রাজশাহী: রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে সরকারি খাদ্য অধিদফতরের এক হাজার ৩শ ৫৬ বস্তা চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার ওজন ৫৩ হাজার ৮শ ৪০ কেজি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম।

অভিযানের পর দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক তিনজন।

তারা হলেন- হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। তবে অভিযানের সময় তাদের কেউই ছিলেন না।

দুদক কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়। পরে চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো কালোবাজার থেকে কেনা। এরপর চালগুলো জব্দ করা হয়।

কার কাছ থেকে কেনা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এই দুদক কর্মকর্তা।

বাংলাদেশ: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।