বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম।
অভিযানের পর দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক তিনজন।
দুদক কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়। পরে চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো কালোবাজার থেকে কেনা। এরপর চালগুলো জব্দ করা হয়।
কার কাছ থেকে কেনা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এই দুদক কর্মকর্তা।
বাংলাদেশ: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএস/এএ