বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ৮৮৭ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন এবং ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানায় ২৯ জন, সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানায় ১০ জন, সাজাপ্রাপ্ত ৩ জন এবং ৫৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওএইচ/