ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুদ‌কের মামলায় জুট মিলের ব্যবস্থাপক কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
দুদ‌কের মামলায় জুট মিলের ব্যবস্থাপক কারাগারে প্লাটিনাম জুবলি জুট মিলস্ লিমিটেড

খুলনা: খুলনায় ওজনে কারচুপি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের মামলায় খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মো. লিয়াকত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই মামলার অন্য আসামিরা হচ্ছেন- বাংলাদেশ পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) মো. জাহাঙ্গীর হোসেন ও বিজেএমসি আঞ্চলিক কার্যালয় খুলনার ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



২০১৬ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে লিয়াকত হোসেন মিলের বাতিল হওয়া পাটপণ্য ওজন বেশি দেখিয়ে বিক্রি করে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর খালিশপুর থানায় মামলা করে দুদক। (জিআর-৪০/১৬)। এই মামলার শুনানি চলাকালে বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন লিয়াকত হোসেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।