বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ব্রাক্ষণগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, গত ৭ বছর আগে মাছিমপুর এলাকার জালাল মিয়ার বাড়ির সামনেই তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে ইকবালসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। মামলা দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইকবালের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় হাফ ডজনের বেশি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওএইচ/