বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তাদের এ ভাতা বই বিতরণ করেন।
১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সচিব আলী সাবাব টিপু জানান, ২০১৮-১৯ অর্থবছরে এ ওয়ার্ডের ৭১ জন বয়স্ক, প্রতিবন্ধী ও দলিতদের ভাতা বই তুলে দেওয়া হয়।
পরে আমৃত্যু বয়স্করা প্রতিমাসে ৫শ’ টাকা, প্রতিবন্ধীরা প্রতিমাসে ৮শ’ টাকা ও দলিতরা প্রতিমাসে ৬শ’ টাকা করে পাবেন।
এসময় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ভাতাভোগীদের উদ্দেশে বলেন, অনেক পরিবারে বয়স্ক ও প্রতিবন্ধীরা অবহেলিত হয়ে থাকেন। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরবি/