ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘ভারতে ইলিশ রপ্তানি হলেও বাজারে প্রভাব পড়বে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
‘ভারতে ইলিশ রপ্তানি হলেও বাজারে প্রভাব পড়বে না’ ইলিশ উৎসবে আশরাফ আলী খান খসরু। ছবি: বাংলানিউজ

ঢাকা: পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি হলে দেশের বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল পূর্বাণীতে পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ছয় দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, একসময় ইলিশ গভীর সমুদ্রে চলে গিয়েছিল, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আবার নদীতে ফিরে এসেছে।

সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় সব মাছ পরিপক্বতা পেয়েছে।

তিনি বলেন, এখন বাজার ইলিশে সয়লাব, দামও সাধ্যের মধ্যে। আমরা পূজা উপলক্ষে সাময়িক সময়ের জন্য ভারতে ইলিশ রপ্তানি করবো, যেটা পূজার পরই বন্ধ হয়ে যাবে। তবে, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভেবে দেখবো এটা রপ্তানি করা যায় কি-না।

শ্রম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবেদা আকতার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা, কবি ও সাংবাদিক অসীম সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।