বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, তার (প্রধানমন্ত্রীর) হাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই স্বাধীনতা-সার্বভৌমত্ম এবং জাতীয় কবি নজরুল ইসলামের সেই চেতনাকে আরো সুসংগঠিত করতে পারবো।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় নজরুল সম্মেলনে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সংরক্ষিত মহিলা আসনের (৩২) আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি সাহিত্যিক, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচ