বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত বৈঠকের শুরুতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশ করেন বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে নারী কর্মীরা যাতে সঠিক সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রবাসী কর্মীরা যাতে প্রাপ্য সুযোগ-সুবিধা সঠিক সময়ে পায়, বৈঠকে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে লেবার উইংয়ের জনবল বাড়ানোসহ প্রয়োজনীয় করণীয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান, আয়েশা ফেরদৌস, মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
জিসিজি/এসএ