বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকেরা জানান, শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আদিব ডাইং কারখানার শ্রমিকদের গত আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে।
পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল মো. সুমন, কারখানা শ্রমিক পারুল, রুমা, ওজুহা, রোকিয়া ও রাশিদাসহ ৮-১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার শ্রমিক রুমা বাংলানিউজকে বলেন, গত আগস্ট ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ কয়েকবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক ঘরভাড়া ও দোকানের টাকা পরিশোধ করতে পারছে না।
শিল্প পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, প্রথমে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ঘণ্টাখানেক পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএস/একে