ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেয়র আরিফকে হত্যার হুমকি, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
মেয়র আরিফকে হত্যার হুমকি, থানায় জিডি আরিফুল হক চৌধুরী। ফাইল ফটো

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দু’টি নম্বর থেকে অন্তত ২০বার কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. শাহাব উদ্দিন শিহাব কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ২১৯০) করেছেন।

সেই সঙ্গে নিরাপত্তা চেয়ে এসএমপি পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে স্কুলের জন্য সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জায়গা দেখে ফিরছিলাম। পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশে ওই ভূমি দিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। ওখান থেকে ফেরার সময় দু’টি মোবাইল নম্বর থেকে কল করে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে দুর্বৃত্তরা।

মেয়র বলেন, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমিও বলেছি, মারতে হলে সামনে আয়। এরপরেও তাদের উৎপাত বন্ধ হয়নি। শহরে ফেরার পর আরও কয়েকবার কল করেছে। এ কারণে থানায় জিডি করাতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।