ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ফেনী: ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আজগর আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজগর জেলার সোনাগাজী দক্ষিণ চরছান্দিয়া গ্রামের বাসিন্দা।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি আজগরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।