শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবস উপলক্ষে টাউন হল থেকে একটি র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় তথ্য প্রাপ্তি ও তথ্য অধিকার সর্ম্পকে আলোচনা হয়।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বলেন, বর্তমান সরকার, সরকার গঠনের শুরু থেকে দেশে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য তথ্য কমিশন গঠন করে এবং জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে।
সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রেজাউল করিম, শিক্ষাবিদ বোধিসত্ত দেওয়ান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এডি/এইচএডি