ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করতে কাজ করছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করতে কাজ করছে বিশ্বব্যাংক উপকারভোগী মায়েদের মধ্যে আঙ্গুলের ছাপ নিয়ে অর্থ তুলে দিচ্ছেন বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ভবিষ্যত প্রজন্ম যাতে মেধাবী ও শিক্ষিত হয় এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে দ্রুত বাংলাদেশ একটি উন্নয়নশীল জাতিতে পরিণত হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট-যত্ন’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এ কথা বলেন।

এ সময় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. কাবেদুল ইসলাম, উপ-পরিচালক (উপ-সচিব) মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসীসহ বিশ্বব্যাংকের ১২ সদস্যের গঠিত পরিদর্শন কমিটি উপস্থিত ছিলেন।


 
কান্ট্রি ডিরেক্টর বিশ্বব্যাংকের অর্থায়নে নলেয়া কমিউনিটি ক্লিনিক, তিলাই ইউনিয়নে পরিচালিত শিশুর পুষ্টি ও মনো দৈহিক বিকাশের কার্যক্রম এবং সর্বশেষ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগী মায়েদের মধ্যে আঙ্গুলের ছাপের মাধ্যমে অর্থ তুলে দেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থসহায়তায় যত্ন প্রকল্পের মাধ্যমে ভুরুঙ্গামারী  উপজেলার দরিদ্র মা ও শিশুদের পুষ্টি এবং মেধা বিকাশে চিকিৎসা ও অর্থ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।