ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজারহাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
রাজারহাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডল চাঁদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট প্রেসক্লারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নুর মো. আক্তারুজ্জামান, সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাজেদুর রহমান মণ্ডল চাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর (সোমবার) বৈদ্যেরবাজার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে সাজেদুর রহমান মণ্ডল চাঁদেরও হামলা চালায়। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে মশিউর রহমান বিপ্লবসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।