ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সদাবারি পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ একই গ্রামের আব্দুল রফিকের ছেলে।

স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রসার পেছনে নবনির্মিত একটি দোতলা বাড়িতে নির্মাণ কাজ করছিলেন পলাশ। এসময় অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলামের মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।