ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
কুড়িগ্রামে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্স হলরুমে দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবা পাণ্ডে, সাধারণ সম্পাদক অসীম কুমার, রবি রোস, রামজীবন কুণ্ড, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

সভায় জেলার সব উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।  

মহিবুল ইসলাম খান জানান, জেলায় এবার ৪৮৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা চলাকালে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকবে পুলিশ প্রশাসন। প্রতিমণ্ডপে একজন পুলিশ সদস্যের নেতৃত্বে ছয়জন করে আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন-শৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব লোকজনকেও দায়িত্ব পালনের জন্য সভায় আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।