নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার রশিদ পাড়ায় শয়ন কক্ষ থেকে লুতফুল নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লুতফুনের স্বামী নফির উদ্দিন কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করে।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। পুলিশের ধারণা এরই জেরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে থাকতে পারে তার স্বামী। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নফির উদ্দিন ও তার দ্বিতীয় স্ত্রী হিমলতাকে আটক করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হুমায়ুন কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।