শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত গভীররাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটায় দুর্ঘটনায় আহত হন তিনি।
নিহত রাজ্জাক হোসেন ধামরাই পৌর এলাকার চন্দ্রাইল গ্রামের আবুল হোসেনের ছেলে এবং টাইলস মিস্ত্রি।
স্থানীয়রা জানায়, রাতে ঢুলিভিটার একটি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ফিরছিলেন রাজ্জাক। এ সময় সামনে থেকে আসা ঢাকাগামী একটি লেগুনা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
ধামরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উম্মে কুলসুম লিপি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএ