শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ক্যাসিনো বা কোনোকিছু নিয়ে দেশে আতঙ্ক বা গুজব ছড়ানো যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় যোগ দেন বেনজীর আহমেদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন- ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি ও মুখ্য আলোকচক ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
আলোচনা সভা শেষে সেখান থেকে বেনজীর আহমেদ জেলা পুলিশের মাদক ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি