ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে র‌্যাব: বেনজীর আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে র‌্যাব: বেনজীর আহমেদ

নেত্রকোনা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, শুধু ক্যাসিনো নয় অপরাধমূলক যেকোনো কর্মকাণ্ড অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে সরকার যখন যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করবে র‌্যাব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ক্যাসিনো বা কোনোকিছু নিয়ে দেশে আতঙ্ক বা গুজব ছড়ানো যাবে না।

অভিযানে কেউ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ভিডিও বা ছবি তুলে প্রচার করা হয় সে বিষয়টি বিবেচনায় নিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কারও সঙ্গে এমন হলে সেই ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় যোগ দেন বেনজীর আহমেদ।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন- ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি ও মুখ্য আলোকচক ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।  

আলোচনা সভা শেষে সেখান থেকে বেনজীর আহমেদ জেলা পুলিশের মাদক ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।