ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ভাতিজা নিহতের খবরে ফুফুর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ধামরাইয়ে ভাতিজা নিহতের খবরে ফুফুর মৃত্যু

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে ভাতিজা রমজান আলী রঞ্জনের (১৫) মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুফু রাবেয়া বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রঞ্জনের। এর পরপরই ভাতিজার মৃত্যুর খবরে ফুফু রাবেয়াও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

এর আগে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আবু সাইদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া একই রাতে ওই গ্রামের আজাহার ও শাজাহান মিয়া নামে আরও দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতদল।

রঞ্জন একই এলাকার আবু সায়েদ মিয়ার ছেলে ও ফুফু রাবেয়া উপজেলার কাওয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। রঞ্জন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করতো।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে আট/দশ জনের একটি ডাকাতদল সাইদ মিয়ার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় রঞ্জন ডাকাতদের বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। পরে রঞ্জনকে উদ্ধার করে ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে এ মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুফু রাবেয়া।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।