ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুরের একমাত্র সংযোগ সড়কের মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। পুরানো মাথাভাঙ্গা সেতুর ডান পাশে দিয়েই নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতুটি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের হাসান চত্বর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

২৩ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের সেতুটির কাজ এখন থেকে আগামী দুই বছরের মধ্যে শেষ করার জন্য সময় বেধে দেওয়া হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।

২০১৫ সালে পুরনো মাথাভাঙ্গা সেতুর মাঝখানে ভাঙন দেখা দেয়। এরপর থেকেই ভারী যানবাহন চলাচলে নিষাধাজজ্ঞা জারি করে স্থানীয় সড়ক বিভাগ। এরপর চলতি বছরের ১২ জুন আবারও ফাটল দেখা দেয় সেতুতে। প্রায় দুই মাস বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। সেই পুরনো সেতুর পাশ দিয়েই নতুন  সেতুর নির্মাণ কাজ শুরু হলো।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।