শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের অ্যাটাশে উ পেং এবং আরেকজন সিনিয়র কর্মকর্তা গণভবনে গিয়ে এ শুভেচ্ছা পৌঁছে দেন।
এ সময় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশীদ আলম প্রধানমন্ত্রীর জন্য পাঠানো চীন সরকারের এই শুভেচ্ছা গ্রহণ করেন।
বাংলানিউজকে বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হানিসার ৭৩তম জন্মদিন। জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসকে/এমএ