শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
শাকিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর জারভেরী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে কলাভর্তি একটি পিকআপ ভ্যান নীলফামারী থেকে সাভার হেমায়েতপুর আসার পথে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এসে থামে। তখন পিকাপ ভ্যানটি রাস্তা পারাপারের সময় একটি বাস পিকআপ ভ্যানের হেলপার শাকিলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে কি না তা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ বিষয়ে আইনত ব্যবস্থাও নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি