ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে করায় পুলিশ কনস্টেবলসহ ৯ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
বাল্যবিয়ে করায় পুলিশ কনস্টেবলসহ ৯ জনের জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বাল্যবিয়ে করায় এক পুলিশ কনস্টেবল ও তার মাসহ ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় এ জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয় তারা হলেন- আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের পুলিশ সদস্য সুজন দুলালের ছেলে পুলিশ কনস্টেবল বর সিয়াম মুন্না (২৫) ও তার মা মনোয়ারা বেগম, সারপুকুর গ্রামের নওয়াব আলীর ছেলে মোবারক হোসেন (৪৫), একই গ্রামের জোনাব আলী (৫০), একই উপজেলার সাপ্টিবাড়ি জামুরটারী গ্রামের  মোসলেম উদ্দিন (৫৮), দেলদার আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০), একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের  মোসলেম উদ্দিন (৬০), একই এলাকার আদিতমারী গ্রামের ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৯) ও মৃত আব্দুল কাদের মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩০)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, পুলিশ সদস্য সিয়াম মুন্নার সঙ্গে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের সেতু বাজার এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ নিয়ে ইউএনও জয়শ্রী রানী রায় ওই স্কুলছাত্রীর বাড়িতে যাওয়ার পথেই ফিরতি বরযাত্রীর গাড়ি আটক করে। তখন বুঝতে পেয়ে বর-কনে গাড়ি নিয়ে পালিয়ে গেলেও সাতজন বরযাত্রীকে আটক করে থানা নিয়ে আসা হয়।

দিনভর থানা হাজাতবাস শেষে আটকদের শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তখন বর সিয়াম ও তার মা মনোয়ারা বেগম হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইনে বর সিয়াম মুন্নার এক লাখ টাকা ও তার মা মনোয়ারা বেগমের ৫০ হাজার টাকা এবং আটক বরযাত্রী সাতজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকে নিজ নিজ জরিমানার অর্থ জমা দিয়ে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।