শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছেলে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) রমজান আলী বাংলানিউজকে বলেন, বিকেলে মধুবাগ ব্রিজের নিচের পানিতে একটি কাগজ ভাসতে দেখে কয়েক পথশিশু। পরে টাকা মনে করে মামুন নামে এক শিশু এগিয়ে গিয়ে কাগজটি ওঠালে নবজাতকের মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায়ই পানিতে ফেলে গেছে নাবজাতটিকে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এজেডএস/টিএ