শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বনাথ-বৈরাগীবাজার সড়কে শিঙেরকাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিশ্বনাথ উপজেলা সদর থেকে ফাতেমা পরিবহন নামের বাসটি যাত্রী নিয়ে শিঙেরকাছ বাজারে যাচ্ছিল।
আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে সিলেটে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তারেক নুরুল ইসলাম।
তবে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে মাত্র ৩ জন ভর্তি হয়েছেন। বাকিরা হয়তো বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হতে পারেন।
আহত রোগীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স সেবা দিতে অনাগ্রহী ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারেক। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় লোকজনের খারাপ আচরণের অভিযোগ এনে সে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। পরে বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের স্টাফদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ডা. তারেক ইসলাম বাংলানিউজকে জানান, অ্যাম্বুলেন্স চালক অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন। যে কারণে রোগী ওসমানী হাসপাতালে স্থানান্তরে বিলম্ব হয়েছে।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ, ওসমানীনগর ও তাজপুর দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এনইউ/এইচএডি