শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার পাবলিক হলে জেলা পুলিশের জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী এ সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সি।
প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ হচ্ছে শান্তির দেশ। এখানকার মানুষ শান্তিপ্রিয়। সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো এ দেশের মানুষ পছন্দ করে না। এটা আমাদের মানুষের সাধারণ প্রবৃত্তি। বিদেশিদের ষড়যন্ত্রের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদ এ দেশে যতবার মাথাচাড়া দিতে চেয়েছে ততবার পরাজিত হয়েছে। একটিমাত্র দেশ বাংলাদেশ। যেখানে বারবার পরাজিত হয়েছে জঙ্গিবাদ।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন- অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
এর আগে দুপুরে বেনজীর আহমেদ জেলার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) আলোচনা সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএইচ