ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক সব অপরাধের ‘মা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
মাদক সব অপরাধের ‘মা’

নেত্রকোনা: মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের পাশে থাকার আহ্বান জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বরেছেন, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ আর অস্ত্রের ব্যবহার; গুরুতর সব অপরাধের ‘মা’ হচ্ছে মাদক। তাই যুদ্ধংদেহি মনোভাব নিয়ে মাদকের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার পাবলিক হলে জেলা পুলিশের জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী এ সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।  

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সি।

 

প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ হচ্ছে শান্তির দেশ। এখানকার মানুষ শান্তিপ্রিয়। সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো এ দেশের মানুষ পছন্দ করে না। এটা আমাদের মানুষের সাধারণ প্রবৃত্তি। বিদেশিদের ষড়যন্ত্রের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদ এ দেশে যতবার মাথাচাড়া দিতে চেয়েছে ততবার পরাজিত হয়েছে। একটিমাত্র দেশ বাংলাদেশ। যেখানে বারবার পরাজিত হয়েছে জঙ্গিবাদ।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন- অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে দুপুরে বেনজীর আহমেদ জেলার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) আলোচনা সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।