শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবীর তরফদার এতথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত অস্ত্রধারী পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের
শহিদুল্লাহর ছেলে।
সহকারী পুলিশ সুপার আমিনুল কবীর বাংলানিউজকে জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজীবের বাড়ির উঠানের ফাঁকা জায়গা থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে। রোববার সকালে আদালতের মাধ্যমে ওই আসামীকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘন্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৯
এসআইএস