শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাসসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ফেরদৌস আহম্মদ বিশ্বাস বাংলানিউজকে বলেন, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫ শত ৫৮ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।
বাংলাদেশ সময় : ০৪২০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
আরকেআর/এসআইএস