প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (মাহেন্দ্র আলফা) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি মলংঙ্গা এলাকা অতিক্রম কালে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়।
এতে পথচারী ওই নারীসহ মাহেন্দ্রর কয়েকজন যাত্রী আহত হয়।
ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময় : ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএস/আরকে/এসআইএস