শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল, দুইটি সিম কার্ড ও মাদক বহনে ব্যবহৃত ব্যাটারি চালিত একটি ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু জব্দকৃত এসব ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করেন।
এ ব্যাপারে লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরকেআর/এসআইএস