শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিজনানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খেলাফতি বিবি দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের মৃত খটাই মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে খেলাফতি বিবি বাশডর গ্রামে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শেরপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
নিহত খেলাফতি বিবির প্রতিবেশি নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, কয়েক বছর আগে খেলাফতি বিবির সঙ্গে তার স্বামী খটাই মিয়ার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর বিয়ে না করে তিনি একাই জীবন যাপন করতে থাকেন। এক পর্যায়ে আর্থিক অবস্থা অস্বচ্ছল হয়ে গেলে তার ভাইয়ের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি শুরু করেন। স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এলাকাবাসী তাকে খেলা বিবি বলে সম্বোধন করতেন। যে কোনো মানুষের কাজে সহযোগিতা করতে ছুটে যেতেন খেলা বিবি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরকেআর/আরআইএস/