ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে সবচেয়ে বেশি নির্যাতিত নদী-নারী: মকসুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
দেশে সবচেয়ে বেশি নির্যাতিত নদী-নারী: মকসুদ

ঢাকা: দেশে সবচেয়ে বেশি নির্যাতিত নদী ও নারী। তাদের প্রভাবশালী মহল দখল ও দূষণের মাধ্যমে এমনভাবে অত্যাচার করেছেন যা অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

আবুল মকসুদ বলেন, দেশের নদী কমিশন ৪২ হাজার ৪২৩টি নদী দখলকারির তালিকা করেছে।

আমার মনে হয়, এ সংখ্যা ৫০ হাজারের বেশি। এখন এ তালিকা এবং তালিকার বাইরে যারা আছেন, সব দখলকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নদী আমাদের সম্পদ, এটা রক্ষার দায়িত্ব সরকার ও প্রশাসনের পাশাপাশি আমাদের সবার।

তিনি বলেন, নদী সাধারণ প্রভাবশালী-শিল্পপতিরা দখল করেন। তাদের সার্বিক সহযোগিতা করেন সরকারের লোকেরা। তাদের লোভ-লালসার কারণে নদী দখল হয়ে যায়, ক্যাসিনোর মতো খেলা চলে। এখন দেশে সবচেয়ে নির্যাতিত-অত্যাচারিত নদী ও নারী। তাদের ওপর চালানো অত্যাচার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। তবে সরকার এখন নদী রক্ষায় আন্তরিক। শুধু পরিবেশবাদিদের আন্দোলনে নদী বাঁচানো যাবে না। নদী বাঁচাতে হলে সরকার ও প্রশাসনকে সব থেকে বেশি আন্তরিক হতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মো. আনেয়ার সাদাত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মিহির বিশ্বাস, বেলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯ 
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।