এ সময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী মো. সোহেল আহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।
নূরুল হক রতন জানান, চান্দনা চৌরাস্তায় অফিস থেকে হেঁটে তিনি ছয় কর্মচারীকে সঙ্গে নিয়ে ১৬ লাখ ৪১ হাজার টাকা জমা দিতে চান্দনা চৌরাস্তা একটি ব্যাংক যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে ৫ থেকে ৬ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনি ও তার কর্মচারী সোহেল আহত হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে জয়দেবপুরের দিকে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুলির বিষয়টি জানা নেই। তবে, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরএস/এএটি