রোববার (২৯ সেপ্টেম্বর) বরিশাল নগর ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের ৪২টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন তিনি।
পূজায় শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে মেয়র বলেন, কোনো কিছু সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের নারায়ণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ।
বক্তব্য শেষে মেয়র ও উপস্থিত অতিথিরা বরিশালের পাঁচটি ব্যক্তিগতসহ ৪২টি পূজামণ্ডপের নেতাদের হাতে অনুদানের চেক বিতরণ করেন।
এবছর পূজায় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। গত বছর সার্বজনীন পূজামণ্ডপে ১২ হাজার টাকা দেওয়া হলেও এবছর তা ২০ হাজার এবং ব্যক্তিগত পূজামণ্ডডে ছয় হাজার টাকার জায়গায় ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএস/একে