শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
মোটা পাইপের মধ্যে রেখে বিশেষ কায়দায় ফেনসিডিলের বোতলগুলো তেলের ড্রামের ভেতর বহন করা হচ্ছিল।
আটক দু’জন হলেন আব্দুল খালেক (৩২) ও মনিরুল ইসলাম (২৮)।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, খালেক পেশায় পিকআপ ড্রাইভার। তিনি দীর্ঘদিন পিকআপে পণ্য পরিবহনের আড়ালে শিবগঞ্জের এক মাদক ব্যবসায়ীর চালান বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি তেলের ড্রামের ভেতর মাদক বহন করতেন।
খালেক এর আগে ১০-১২টি মাদকের চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানীসহ আশপাশের জেলায় পৌঁছে দিয়েছেন। এজন্য চালানপ্রতি ৩০ হাজার টাকা পেতেন তিনি।
আটক মনিরুল চালকের সহযোগী হিসেবে মাদক পরিবহন সহযোগিতা করে আসছিলেন। প্রতি চালানে তিনি ২০ হাজার টাকা করে পেতেন।
র্যাব-১’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালানসহ দু’জনকে আটক করা হয়েছে। তারা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে ফেনসিডিলের চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
পিএম/একে