ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের চাঁদ মসজিদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকার কয়েকজন যুবক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওমর ফারুকসহ কয়েকজন যুবক বাংলানিউজকে জানান, চাঁদ মসজিদ আমিনবাগ আলী হোটেলের পাশের গলির একটি টিনশেড বাড়ির ছাদ থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। ছাদের পাশ দিয়ে বৈদ্যুতিক তার গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সে টিনের ছাদে উঠে গাছ থেকে আমড়া পাড়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর হয়। কারণ সেখানে একটি আমড়া গাছ ছিল।

মৃত শিশুর খালা শারমিন বলেন, ঘটনাস্থলে থেকে অনেক দূরে তাদের বাসা। সকালে রিয়াজ খেলতে বাসা থেকে বের হয়। তারপর কি হয়েছে জানি না। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসি আমরা। রিয়াজের বাবার নাম বাবুল মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।