রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিন খাঁ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গি গ্রামের সুলতান খাঁর ছেলে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বাংলানিউজকে জানান, ফরিদপুর সদর উপজেলার জলিল মোল্লার ডাঙ্গির কয়েক বাসিন্দার সঙ্গে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামের কয়েক বাসিন্দার দ্বন্দ্ব ছিল। দুপুরে মমিন নটাখোলা গ্রামের একটি বাজারে যাওয়ার সময় নটাখোলার বাসিন্দা জিন্দার খাঁ ও তার লোকজন মমিনকে মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মমিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, মমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এনটি