রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দ্বিতীয়বার পরিচালিত এ অভিযানে প্রায় তিন শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া সড়কের উপর নির্মাণাধীন স্থাপনার সরঞ্জাম রেখে কাজ করার অপরাধে অভিযানে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসিস নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিত আনোয়ার।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, অভিযানে প্রায় তিনশ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যতক্ষণ পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসহাক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ভাষানটেক থানা পুলিশের একটি দল সার্বক্ষণিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
জিএমএম/জেডএস