ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় বখাটে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় বখাটে গ্রেফতার প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে এনামুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। এনামুল উপজেলার বাটাজোর ইউনিয়নের সরোয়ার শেখের ছেলে।

জানা যায়, অভিযুক্ত এনামুল কয়েক মাস ধরে চন্দ্রহার আর কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করে আসছিল। প্রায়ই মেয়েটির পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে হয়রানি করতো সে।  

পরে, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করলেও গত শনিবার (২৮ সেপ্টেম্বর) মেয়েটি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রহার পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশনের কাছে বখাটে এনামুল শেখ তার পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে ও কু-প্রস্তাব দেয়। মেয়েটি এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি জেনে মেয়েটির বাবা বখাটের অভিভাবকের কাছে বিচার দাবি করেন। এতে বখাটে এনামুল ক্ষিপ্ত হয়ে তাকেও হুমকি দেয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, উত্ত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) এনামুল শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে,  এনামুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

চন্দ্রহার আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, এনামুল বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করতো। তাকে একাধিকবার ভালো হওয়ার সুযোগ দিলেও কোনো পরিবর্তন হয়নি। পরে, গত বছর তাকে স্কুল থেকে টিসি দেওয়া হয়।  

বাংলা‌দেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৯, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।