ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

চুয়াডাঙ্গা: অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে এক বছর কারাভোগ শেষে খুদ্দু লহড়া (৩২) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে।

খুদ্দু লহড়া ভারতের ঝাঁড়খণ্ড রাজ্যেরে রাচী জেলার গুড়–থানার রাতু গ্রামের মৃত জলালাল লহুড়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, ২০১৮ সালে কুষ্টিয়ার দৌলতপুর বর্ডার দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন খুদ্দু লহড়া। এরপর বিজিবির হাতে তিনি আটক হন। এরপর বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে এক বছর কারাদণ্ড দেন আদালত। কুষ্টিয়া জেলা কারাগারে কারাভোগ শেষে রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।

এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেন, ইমিগ্রেশন অফিসার রাশেদুজ্জামান এবং ভারতের পক্ষে বিএসএফর গেঁদে কোম্পানি কমান্ডার এসি সন্তোষ কুমার ও ইমিগ্রেশন অফিসার একে ভাওয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।