রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের গবরচাকা ও দৌলতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাকিবুল হাসান।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অভিযানের সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ করার অপরাধে বরিশাল বেকারিকে ৫ হাজার টাকা, দৌলতপুরের রাজ কাচুড়ীকে ২০ হাজার টাকা, শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার ও আদি মুমিন বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগেও বরিশাল বেকারি, রাজ কাচুড়ী ও শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মে শাস্তির আওতায় আনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমআরএম/এএ