রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, মাদকের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসআরএস